নাটোরে অপরাধজনক হত্যায় ৩ ভাইয়ের কারাদণ্ড

পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটুনির পর তার মৃত্যুর ঘটনায় তিন ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 11:00 AM
Updated : 27 Nov 2019, 11:00 AM

অপরাধজনক হত্যায় তাদের তাদের দোষী সাবস্ত করে বুধবার নাটোরের দায়রা জজ আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের নূর ইসলামের ছেলে মো. শাহীন (৪৬) মো. আয়াতুল্লাহ (৪৩) ও মো.সানা (৩৭)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ধারা ৩০৪ অনুযায়ী- হত্যার উদ্দেশ্য না থাকার পরও মৃত্যু ঘটলে তা ‘অপরাধজনক নরহত্যা’ বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের কারাদণ্ড এবং তার সঙ্গে অর্থদণ্ড দেওয়া যাবে।

মামলার বিবরণে বলা হয়, লালপুর উপজেলার রেফাজ উদ্দিন সরকারকে ২০০৮ সালের ৮ এপ্রিল দুপুরে ডহরশৈলা ইক্ষু কেন্দ্রের সামনে পূর্ব বিরোধের জেরে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।

পথচারীরা তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় লালপুর থানায় নরহত্যা অর্থাৎ ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে লালপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম একই বছরের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কিন্তু বিচার চলাকালে আসামিদের বিরুদ্ধে ‘পূর্ব পরিকল্পিত’ হত্যা করার অপরাধ প্রমাণিত হয়নি।