সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, স্বামী আটক

সাতক্ষীরায় দাম্পত্য কলহের জেরে এক নারীকে হত্যার পর লাশ লুকিয়ে রাখার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 09:30 AM
Updated : 27 Nov 2019, 09:30 AM

কালিগঞ্জ উপজেলার পূর্ব সোনাতলা গ্রাম থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান।

নিহত মারুফা বেগম (২৬) ওই গ্রামের কাঁলাচাঁদ কারিগরের ছেলে শহীদুল ইসলামের স্ত্রী। 

ওসি বলেন, গত ১৯ নভেম্বর শহীদুল স্ত্রী নিখোঁজ রয়েছেন জানিয়ে থানায় একটি জিডি করেন। কিন্তু তখন তার কথায় পুলিশের সন্দেহ হয়। এরপর থেকে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।

“এর মধ্যে বুধবার সকালে শহীদুলের বাড়ির একটু দূরে পুকুরের পাশে একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উৎকট গন্ধ বের হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংক থেকে মারুফার লাশ উদ্ধার করে “

ওসি বলেন,“শহীদুল তাদের কাছে স্বীকার করে যে, তিনি থানায় জিডি করার আগের দিন মারুফার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গুম করতে টয়লেটের সেপফটি ট্যাংকে লুকিয়ে রাখে “

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার জন্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।