কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় উডল্যান্ড নামে প্লাইউড কারখানায় অগ্নিদগ্ধ চার শ্রমিকের মধ্যে আরও একজন মারা গেছেন বলে পরিবার জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 03:55 PM
Updated : 26 Nov 2019, 03:55 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিৎিসাধীন অবস্থায় মেহেদী হাসান (১৮) নামে এই শ্রমিক মারা যান বলে তার বাবা আব্বাস উদ্দিন জানান।

আব্বাস বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল চত্বরে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হবে।

তাদের বাড়ি বারখাদা হাটের পশ্চিম পাশে ঘরিলপাড়া গ্রামে।

শুক্রবার ভোরের দিকে বারখাদা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংলগ্ন উডল্যান্ড প্লাইউড কারখানায় আগুনে চার শ্রমিক দগ্ধ হন। তখন তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎক তাৎক্ষণিকভাবে সবাইকে ঢাকা মেডিকেলে নিতে বলেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার চান্নু কুমার দাস (১৮) নামে একজন মারা যান।

অন্য দুইজনকে এখনও সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক জানিয়েছেন।