ফেনীতে ‘মিথ্যা ধর্ষণ মামলা করে’ গৃহবধূ কারাগারে

ফেনীর সোনাগাজীতে চাচাশ্বশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে এক গৃহবধূকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 03:40 PM
Updated : 26 Nov 2019, 03:52 PM

গত ২২ নভেম্বর সোনাগাজী ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের সফি উল্লাহ (৭৫) নামে এক ব্যক্তি বিরুদ্ধে মামলাটি করেন ওই গৃহবধূ।

সফি উল্লাহর আইনজীবী ফয়জুল হক মিলকী সাংবাদিকদের বলেন, ওই মামলার বাদী ও আসামি দুইজনই মঙ্গলবার আদালতে হাজির হন। শুনানি শেষে ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সফি উল্লাহকে জামিন দেন।

“গৃহবধূর স্বামী বিদেশ থাকলেও অন্য কারও ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। পরে তিনি তার শাশুড়ির প্ররোচনায় চাচাশ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে আদালত সফি উল্লাহকে জামিন দেয়। এছাড়া মিথ্যা মামলার অভিযোগে গৃহবধূকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

সফি উল্লাহর অভিযোগ, জমির বিরোধের জেরে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে।