রংপুরে চিকিৎসক-নার্স হাতাহাতি

তুচ্ছ ঘটনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ও শিক্ষানবিস চিকিৎসকদের মধ্যে হাতাহাতি হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 02:26 PM
Updated : 26 Nov 2019, 02:27 PM

মঙ্গলবার সকালের এ ঘটনার পর হাসপাতালে কয়েকঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ ছিল। বিকাল ৩টার পর চিকিৎসক ও নার্সরা আবার কাজে ফিরে যান।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু বিডিনিউজ টোয়েন্টফের ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বৈঠক বসে দুই পক্ষ। বৈঠক শেষে বিকাল ৩টার দিকে চিকিৎসক ও নার্সরা কাজে যোগ দেন।

নার্স এসোসিয়েশন ও শিক্ষানবিস চিকিৎসকরা জানান, সোমবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এক নার্স ও এক শিক্ষানবিস চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালে ডেন্টাল ইউনিটের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন।  
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর থেকে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হইচই, হট্টগোল শুরু হয়। এরপর থেকেই কাজ বন্ধ হয়ে যায়।