খুলনায় আগুনে পুড়েছে ৩৫ দোকান

খুলনা নগরীর ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে আগুন লেগে ৩৫টি কাপড়ের দোকান পুড়ে গেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 07:36 AM
Updated : 26 Nov 2019, 07:36 AM

মঙ্গলবার ভোর ৬টার দিকে লাগা আগুন আধাঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  

“আধঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ছোট-বড় ৩৫টি পুরানো কাপড়ের দোকান পুড়ে যায়।“

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ফেরিঘাট মোড়ের দোকানি রহমত মুন্সী বলেন, “প্রথমে শীতের কাপড়েরর একটি অস্থায়ী দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।” 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর বলেন, প্রতি শীত মৌসুমে তারা এখানে অস্থায়ী পুরনো কাপড়ের দোকান দেন। আগুনে তাদের তিনটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনার সদর থানার এস আই ইকবাল হোসেন জানান, পুরানো কাপড়ের ওই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

“মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”