চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় সীমান্তে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 05:42 AM
Updated : 26 Nov 2019, 07:49 AM

মঙ্গলবার ভোরে উপজেলার চারুলিয়া সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান। 

নিহত গণি মিয়া (২৫) চারুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি বলেন, গণি মিয়া ‘গরু চুরি’ করার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে সেখানে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে।

“তারা গণি মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে সীমান্ত এলাকায় ফেলে রাখে।”

পরে বাংলাদেশ অংশের সীমান্তের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

সদর হাসপাতালের চিকিৎসক সোহরাব হোসেন জানান, ভোর ৬টা ৩০ মিনিটে গণি মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

“অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান বলেন,

“গণি মিয়ার বিরুদ্ধে অবৈধপথে ভারতে থেকে গরু আনার অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে।”

তবে তারা তাকে পিটিয়ে মেরেছে তা খোঁজ নেওয়া হচ্ছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।