খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

খুলনার কয়রা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 03:11 PM
Updated : 25 Nov 2019, 03:11 PM

খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী সোমবার এ  রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত হজরত আলী তরফদার (৪৩) জেলার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের বাবর আলী তরফদারের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক মামলার নথির বরাতে জানান, ২০১৭ সালের ২৮ মার্চ রাতে হজরত আলী তার স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে আহত করেন। পরে পরনের শাড়ি খুলে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যান।

ঘটনার পরদিন নিহত তাসলিমার মা সখিনা খাতুন কয়রা থানায় হজরত আলীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তার বিরুদ্ধে আতালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী এনামুল বলেন, সাক্ষ-প্রমাণের ভিত্তিতে আদালত হজরত আলীকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।