কুষ্টিয়ায় মানব পাচারের দায়ে এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মানব পাচার মামলায় এক পরিবারের পাঁচজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 10:48 AM
Updated : 25 Nov 2019, 11:46 AM

কুষ্টিয়ায় নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সোমবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বটতৈল গ্রামের আকমল হোসেনের দুই ছেলে সালাম ওরফে ডাগু ও কানু শেখ, সাজাহান ফকিরের ছেলে কুরবান আলী ফকির, তার স্ত্রী মিনুরা খাতুন ও ছেলে মিজান।

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত থাকলেও মিজান পলাতক রয়েছেন।

ওই আদালতের পিপি সাইফুল ইসলাম বাপ্পী মামলার নথির বরাতে বলেন, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের শফি শেখের ছেলে আজিজুল হককে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান কয়েকজন লোক। কিন্তু তাকে নেপালে আটকে রেখে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেন তারা। টাকা দিলেও আজিজুলের আর সন্ধান পায়নি তার পরিবার। এ ঘটনায় ওই বছর ১০ অক্টোবর আজিজুলের বাবা আদালতে মামলা করেন।

পিপি সাইফুল বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছেন। পলাতক আসামি গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজা শুরু হবে।