ঝিনাইদহের সীমান্তে গুলিতে নিহতের লাশ দিল বিএসএফ

ঝিনাইদহের সীমান্তের ওপারে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২১ দিন পর ফেরত দিয়েছে দিল বিএসএফ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 05:36 PM
Updated : 24 Nov 2019, 05:36 PM

রোববার রাত পৌনে ১০টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়।

নিহত আব্দুর রহিম (৫০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাউলী গ্রামের কাশেম আলির ছেলে।

বিজিবির মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩ নভেম্বর ভোর রাতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের  খয়রামারি নারায়ণপুর মাঠে বিএসএফের গুলিতে আব্দুর রহিম নিহত হন।

এরপর ধানতলা থানা পুলিশ লাশ নিয়ে যায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন লাশ ভারতীয় পুলিশের হেফাজতে ছিল। লাশ ফেরত দেওয়ার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।