রাজশাহীতে পুলিশ পাহারায় টিসিবির পেঁয়াজ বিক্রি

রাজশাহীতে পুলিশ পাহারায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 04:16 PM
Updated : 24 Nov 2019, 04:25 PM

রোববার রাজশাহী নগরীর কয়েকটি পয়েন্টে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়।

ঢাকায় ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রির সময় কয়েকটি স্থানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। বিষয়টি মাথায় রেখে পুলিশ পাহারায় পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার বলেন, শনিবার ঢাকা থেকে ট্রাকের পেঁয়াজ আসতে দেরি হয়েছে। তাই রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়।

ছবি: গুলবার আলী জুয়েল

ছবি: গুলবার আলী জুয়েল

“এখান থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজি প্রতি দাম ৪৫ টাকা, যা বর্তমান বাজার দরের চেয়ে প্রায় ১০০ টাকা কম।”

প্রতাপ জানান, আপাতত রাজশাহীর পাঁচটি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পয়েন্টগুলো হলো মহানগরের সাহেববাজার জিরো পয়েন্ট, বড়গ্রাম কোর্ট মোড়, ভদ্রা মোড়, গোরহাঙ্গা রেলগেট ও নওদাপাড়া আমচত্বর মোড়।

ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন পাঁচ টন পেঁয়াজ সরবরাহ করবে জানিয়ে তিনি বলেন, প্রতি পয়েন্টে দেওয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।