জলাশয় দখলের দ্বন্দ্বে সিরাজগঞ্জে হামলায় যুবক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি ও একটি জলাশয়ের দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 08:27 AM
Updated : 24 Nov 2019, 08:27 AM

রোববার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু  গ্রামে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান।

নিহত আব্দুল আউয়াল (৩৮) ওই গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে।

আহতদের উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ওসি বলেন, স্থানীয় একটি সরকারি জলাশয়ের দখল ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল্লাহ গ্রুপ এবং সোলায়মান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।বিষয়টি সমাধানের জন্য এর আগে কয়েক দফায় শালিস বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। 

“এনিয়ে সকালে গ্রামে আবারও শালিস বসলে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ৪/৫টি বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।এক পর্যায়ে আব্দুল্লাহ গ্রুপের লোকজন সোলায়মান গ্রুপের আব্দুল আউয়ালকে ফলা দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।