নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে পণ্ড হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2019, 01:11 PM
Updated : 23 Nov 2019, 01:16 PM

সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় নেতাদের দাবি।

শনিবার জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও শহরের প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। সকাল ১১টার দিকে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়। এরপর শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ না করে দুপুরে শহরের রশদি কলোনীতে দলের জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. শাহজাহানের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি।

এতে দলের জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল্লাহ্ আল নোমান, জেলা সভাপতি এজেডএম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পদাক নুরুল আমিন খানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং নেতাকর্মীদের লাঠিচার্জ করে।

এতে তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয় বলে বক্তাদের দাবি।

এ ব্যপারে সুধারাম থানার এসআই আব্দুল বাতেন বলেন, সমাবেশ করার কোনো অনুমতি ছিল না বিএনপির। তারপরও তারা সমাবেশ করছিল।

“কিন্তু হঠাৎ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে মাত্র।”