ফরিদপুরে অটো চালক হত্যা, তিন আসামির জবানবন্দি

ফরিদপুর শহরে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2019, 07:51 AM
Updated : 22 Nov 2019, 07:51 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য বিচারিক হাকিমের আদালতে তারা এ জবানবন্দি দেন।

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জেলার কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন জানান। 

এরা হলেন- মো. জনি মোল্লা (২৫), মো. মেহেদী আবু কাওছার (২০) ও বাদশা শেখ (২৬)।

পুলিশ জানায়, নিহত শওকত মোল্লা (২০) ফরিদপুরের সালথা উপজেলার দেওয়ালী কান্দা গ্রামের মো. আয়নাল মোল্লার ছেলে।

তিনি পরিবারের সঙ্গে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসা সংলগ্ন বজলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই বলেন, গত ১৪ নভেম্বর বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শওকত।

“পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক শেষ মাথা বাইপাস রোডের কাছে আবুল হোসেনের ধান ক্ষেতের মধ্যে শওকতের লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান তিনি।

এসআই বলেন, “পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২০ নভেম্বর ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে জনি মোল্লা ও সুফী আব্দুল বারী সড়ক এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করে।

“পরে তাদের দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে রাজবাড়ি সদরের মজলিশপুর এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে শওকতের অটোরিকশাটি উদ্ধার করা হয়।”

এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. খায়রুল বাসার বলেন, গোপন তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

“জবানবন্দিতে তারা বলেন, শওকতের অটোরিকশাটি ছিনতায়ের উদ্দেশ্যে তারা পরস্পর যোগসাজসে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

তিন আসামিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।