রাজশাহীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে কলেজছাত্র খুন

রাজশাহীর গোদাগাড়ীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এক কলেজছাত্র খুন হয়েছেন। হামলায় ওই ছাত্রের জমজ ভাই আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 03:55 PM
Updated : 21 Nov 2019, 03:55 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শান্ত (১৮) কদমশহর গ্রামের আবু সাঈদের ছেলে এবং পবা উপজেলার দামকুড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত স্বপনকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপনও একই কলেজে একই শ্রেণিতে পড়েন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, শান্তর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালের পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুল হক বলেন, বিকালে ক্রিকেট খেলা নিয়ে মাঠে শান্ত ও স্বপনের সঙ্গে একই এলাকার আজিবুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম সাজুর (২৪) কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় সবাই কদমশহর মোড়ে আসেন।

আসাদুল বলেন, “সেখানে খেলার ওই দ্বন্দের জের ধরে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়্ এক পর্যায়ে সাজুর বড় ভাই মাজিদুল ইসলাম মাজু (২৬) এলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা শান্তকে মৃত ঘোষণা করেন।”

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, শান্তর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল মর্গে রাখা হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে এবং কারা কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নামেছে।

সাজু ও মাজুকে গ্রেপ্তারে চেষ্টা করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।