নড়াইলে শিশু সাংবাদিকদের হাতে সনদ

দুদিনের কর্মশালা শেষে নড়াইলে শিশু সাংবাদিকদের সনদ দেওয়া হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 02:50 PM
Updated : 21 Nov 2019, 02:50 PM

বৃহস্পতিবার নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা তাদের হাতে সনদ ও ফুল তুলে দেন।

হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বলব আমাদের কথা’ শ্লোগানে বুধবার দুদিনের এই কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণে ১৮ বছরের কম বয়সী বালক-বালিকা মিলে ২০ শিশু  সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

দ্বিতীয় ও সমাপনী দিনে শিশু অধিকার কর্মী ও নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করসপন্ডেন্ট মাসুম বিল্লাহ কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।  

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক শাহানারা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদও উপস্থিত ছিলেন।

বুধবার সকালে এই কর্মশালা উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম।