কিশোরগঞ্জে ফের ট্রেন লাইনচ্যুত

কিশোরগঞ্জে ভৈরব বাজার রেল জংশনের কাছে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 10:46 AM
Updated : 21 Nov 2019, 01:17 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জংশনের আউটার সিগন্যালের কাছে নাসিরাবাদ মেইল লাইনচ্যুত হওয়ায় ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ পর্যন্ত লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

লাইনচ্যুতির কারণে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব, ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনটি কুলিয়ারচর, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস টেন দৌলতকান্দি, ভৈরবগামী ময়মনসিংহ লোকাল ট্রেনটি কিশোরগঞ্জে রেলস্টেশনে আটকা পড়েছে।

ভৈরব জিআরপি থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, “এর ফলে বিভিন্ন গন্তব্যের ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

দুর্ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, জামালপুর থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেন স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে এটির ইঞ্জিনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

“তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

দুর্ঘটনার খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।

চলতি মাসে সেখানে তিনবার ট্রেন লাইনচ্যুতির কথা জানালেও কবে কবে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

অন্যদিকে এ মাসেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬জন প্রাণ হারান এবং অর্ধ শতাধিক আহত হন।

এছাড়া গত বৃহস্পতিবার সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার পেছনে রেলপথের সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি থাকাকে কারণ ভাবছে রেলপথ মন্ত্রণালয়ের।