সিলেটে ইউপি সদস্যের নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তারের উদ্যোগ

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে একজনকে বেঁধে ইউপি সদস্যের বেধড়ক পেটানোর ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 08:55 AM
Updated : 21 Nov 2019, 02:14 PM

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, অভিযুক্ত ইউপি সদস্য আব্দুস সালামকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার তিন নম্বর কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের গিয়াস উদ্দিন আফজাল নামের এক যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন।

ভিডিওটি ইতোমধ্যে পুলিশের হাতেও পৌঁছানোর কথা উল্লেখ করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় ৩-৪ তিন মাস আগের।

“বিষয়টি কেউ আগে পুলিশকে অবহিত করেননি। বুধবার পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে ঘটনার খোঁজ নেয়।

পুলিশ কর্মকর্তা মাহবুব জানান, ইউপি সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে মানুষকে নির্যাতনের আরো অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখছে।

ঘটনার পর থেকে আব্দুস সালাম ‘পলাতক রয়েছে।’