রাজশাহী মেডিকেলের তিনতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 05:36 PM
Updated : 20 Nov 2019, 05:50 PM

মঙ্গলবার গভীর রাতে রামেক হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

মৃত জেসমিন আরা (২৭) রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী।  

জেসমিন আত্মহত্যা করতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, জন্ডিসে আক্রান্ত হয়ে জেসমিন আরাকে গত ১৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

“মঙ্গলবার রাত ২টার দিকে সবার অগোচরে জেসমিন ওয়ার্ডের বাইরে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।”

এরপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, “ঘটনাটি দুঃখ্জনক। তবে কেন বা কীভাবে একজন রোগী ঝাঁপ দিয়েছেন তা খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শাহাদাত।