দুর্গাসাগরে নিখোঁজ আহছানউল্লাহর ছাত্রের লাশ উদ্ধার

বরিশালের দুর্গাসাগর দিঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ পাওয়া গেছে।  

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 04:18 PM
Updated : 20 Nov 2019, 04:18 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার এই দিঘি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।  

মৃত ওমর ফারুক হৃদয়(২৫) বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

তিনি রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, এক বন্ধু ও এক বান্ধবীসহ সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাসাগরে ঘুরতে যান হৃদয়।

“বিশাল এই দিঘির মাঝখানে একটি স্থলভাগ রয়েছে। সাঁতরে সেই স্থলভাগে যাওয়ার বাজি ধরেছিলেন তিনি বন্ধুদের সাথে।”

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ওই স্থলভাগে যেতে পারলে তাকে খাওয়ানো হবে বলেন তার দুই সঙ্গী। সেই অনুযায়ী দুপুর ১২টার দিকে দিঘির পানিতে নেমে পড়েন হৃদয়। কিন্তু দিঘির দক্ষিণ প্রান্ত থেকে সাঁতার কেটে স্থলভাগের কাছাকাছি যেতেই ডুবে যান তিনি।

ওসি জাদি জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্গাসাগর কর্তৃপক্ষ এবং স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালায়। রাত সাড়ে ৮টার দিকে দিঘির পানি থেকে হৃদয়ের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।