অপহরণের পর হত্যা, মাদারীপুরে ২ জনের যাবজ্জীবন

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে অপহরণের পর হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 02:54 PM
Updated : 20 Nov 2019, 03:02 PM

বুধবার মাদারীপুর জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেন।

একইসঙ্গে তাদের ২০  হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঝাউদী গ্রামের আবদুস ছালামের ছেলে আল আমীন মোল্লা (২৯) এবং পূর্ব টুবিয়া গ্রামের সৈয়দ আলী হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯)।  

মামলার ন‌থি থে‌কে জানা যায়, সদর উপজেলার ছিলারচর গ্রামের মো. আলতু সরদারের ছেলে টুটুল সরদার (২৪) ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মোটরসাইকেল ভাড়া নিয়ে টুটুলের বাড়ি থেকে ২০১৩ সালে ১১ ডিসেম্বর আসামিরা তাকে অপহরণ করে এবং পর লাশ টুকরা টুকরা করে মাটিতে পুঁতে রাখে।

ওই ঘটনায় নিহতের বাবা প্রথমে সদর থানায় জিডি এবং পরে অপহরণের মামলা করেন।

মাদারীপু‌র আদালতের রাষ্ট্রপ‌ক্ষের সহকা‌রী পাব‌লিক প্র‌সি‌কিউটর (এপি‌পি) আবুল হাসান সোহেল বলেন, নিহ‌তের বাবা মামলা দা‌য়ে‌রের পর র‌্যাব-৮  এর সদস্যরা দণ্ডপ্রাপ্ত আল আমীন মোল্লাকে ১৫ ডিসেম্বর সদরের চৌধুরী ক্লিনিকের সামনে থেকে নিহতের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

“পরে আল আমীন মোল্লা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদা‌রি কার্য‌বি‌ধির ১৬৪ ধারায় জবানবন্দি দিলে আল-আমীন হাওলাদারের গ্রাম পূর্ব টুবিয়ারপুকুরের পাড় থেকে ১৯ ডিসেম্বর লাশ উদ্ধার করে পুলিশ।”
এপিপি হাসান আরও বলেন, ওই ঘটনায় এস আই  মো. সুলতান মাহমুদ ১৪ সালের ২১ ফেব্রুয়ারি দুইজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন।