সড়ক অচল, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ‘ফাঁকা’

সড়ক আইন সংশোধনের দাবিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে পারাপারে নেই চাপ।

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 08:06 AM
Updated : 20 Nov 2019, 09:03 AM

বুধবার সকাল থেকে এ দুই ঘাট দিয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোট স্বাভাবিকভাবে চলাচল করলেও নিত্যদিনের মত গাড়ির চাপ নেই; হাতেগোনা কয়েকটি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স ফেরি দিয়ে পারাপার হতে দেখা গেছে।

পরিবহন ও যাত্রী কমে যাওয়ায় এ দুই ঘাট ফাঁকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, সকাল থেকে ফেরি পারাপারের জন্য বাস ও ট্রাক নেই।

“রাতে কাঁঠালবাড়ি ঘাট দিয়ে কিছু ট্রাক পার করা হলেও এখন ঘাট একদম ফাঁকা। মাঝে মাঝে কয়েকটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যম্বুলেন্স ফেরি দিয়ে পার করানো হচ্ছে।”

এদিকে মাদারীপুরে সকালে বেশ কিছু বাস চলাচল করলেও সকাল দশটার পর থেকে তা আবার বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দিয়েও সকাল থেকে বাস ও ট্রাক পারাপারের চাপ নেই বলে লৌহজং থানার ওসি আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, “ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু শ্রমিকদের ধর্মঘটের কারণে বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকায় ঘাটে পারাপারে চাপ নেই।

“কয়েকটি প্রাইভেটকার ফেরি দিয়ে পার হচ্ছে, ঘাট এখন ফাঁকা।”

এদিকে বুধবার ভোরে শিমুলিয়া ঘাটে বাস চলাচল করলেও সকাল নয়টার পর শ্রমিকদের বাধার কারণে তা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় জানান সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে যে সব বাস সকালে ছেড়ে এসেছে সেগুলো আর ঢাকায় ফেরেনি বলে জানান তারা।

এতে বিপাকে পড়েছেন ওই রুটের শত শত যাত্রী।

মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর হাওলাদার বলেন, “মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করেনি। কিন্তু শ্রমিক চালকরা নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।”

শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল চালু করার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল উদ্দিন জানান, শ্রমিকরা সকাল ৯টার পর হতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

“মাঝে মধ্যে ২-১টি বাস ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে কিন্তু তাতে যাত্রীদের দুর্ভোগ কমেনি।”