নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের অবস্থান, যান চলাচলে বাধা

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের বাধার মুখে নারায়ণগঞ্জে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 05:56 AM
Updated : 20 Nov 2019, 06:06 AM

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

যানবাহনগুলো থেকে গাড়ির চাবি নিয়ে চালকদের নামিয়ে দেওয়া দেয় এবং সড়কে গাড়ি এলোমেলোভাবে দাঁড় করিয়ে রেখে যান চলাচল বন্ধ করে দেয় বলে জানান তারা।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকে পবিরহন শ্রমিকেরা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

সায়েদাবাদ থেকে কোন গাড়ি ছাড়ছে না জানিয়ে তিনি বলেন, “রাজধানীর বেশ কয়েকটি স্থানে পরিবহন শ্রমিকরা গাড়ি আসতে দিচ্ছে না।

অনেক গাড়ির চাবি নিয়ে গেছে পরিবহন শ্রমিকেরা। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।”

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হঠাৎ যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। রিকশা-ভ্যানও বন্ধ থাকায় অনেককে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা গেছে।