গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে তদন্তে দুদক

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 05:53 PM
Updated : 19 Nov 2019, 06:16 PM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ জানান, দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে তদন্তকাজ শুরু করেন।

তদন্তে সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে রেজিস্ট্রার বলেন, দুদক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি করে ফরম দিয়েছেন। ওই ফরমে সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য থাকলে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

“এছাড়া দুদক কর্মকর্তা বিভিন্ন তথ্য-উপাত্ত, ফাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। আমরা সব ধরনের কাগজপত্র দিয়ে সহায়তার চেষ্টা করছি।”

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য নাসিরউদ্দিন গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন।