জয়পুরহাটে চালকলে বয়লার বিস্ফোরণ, আহত ৪

জয়পুরহাটে একটি চাতালে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 11:05 AM
Updated : 19 Nov 2019, 11:05 AM

মঙ্গলবার কালাই পৌর শহরের পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালকল শ্রকিমরা হলেন কালাই উপজেলার সিতাহার গ্রামের বাসিন্দ আব্দুল লতিফ (৪৫), তার স্ত্রী ছালমা খাতুন (৩৮), ওসনা বেগম (৩৬) এবং ওসনার ছেলে সাগর হোসেন (৩)।

আহতদের প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পেরে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরঞ্জ এলাকায় শামিম হোসেনের চাতালে ওই শ্রমিকরা দীর্ঘদিন ধরে ধান সিদ্ধ ও শুকানোর কাজ করে আসছিলেন।

“মঙ্গলবার সকালে তারা ড্রামে ধান সিদ্ধ করছিলেন। এ সময় বিকট শব্দে ওই ড্রামটি বিস্ফোরিত হলে গরম পানিতে শ্রমিকদের শরীর ঝলসে যায়।”

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশিক আহমেদ জেবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে আব্দুল লতিফ ও তার স্ত্রী ছালমার শরীরের বেশি ভাগ ঝলসে গেছে। তাই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।