সাতক্ষীরায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পত্রিকা বহনকারী একটি পিক-আপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 07:13 AM
Updated : 19 Nov 2019, 07:13 AM

মঙ্গলবার ভোররাতে খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম (৩২) কালিগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামের মোসলেম গাজীর ছেলে।

আহতদের দুজন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, চম্পাফুল এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিইসি পরীক্ষা দিয়ে সোমবার দুপুর ১টার পর শফিকুল ইসলামের মোটরসাইকেলে তার মেয়ে সাথীসহ চাঁন্দুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শারমিন খাতুন ও কামাল গাজীর মেয়ে নাজমা খাতুন বাড়ি ফিরিছিল।

“পথে সাঁইহাটি স্কুলের সামনে বিপরীতমুখী পত্রিকা বহনকারী একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়।”

ওসি জানান, আহত চারজনকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শফিকুল ও তার মেয়ে সাথীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় শফিকুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে শফিকুলের মৃত্যু হয়।  

ওসি দেলোয়ার বলেন, দুর্ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্তদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পিক-আপসহ চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে।

মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।