বাড়িতে বাবার লাশ, পিইসি পরীক্ষায় শিশু জ্যোতি

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসেছে শিশু জ্যোতি আক্তার।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 04:59 PM
Updated : 18 Nov 2019, 04:59 PM

সোমবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্যোতির বাংলা পরীক্ষা ছিল।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি পরীক্ষা চলাকালীন শিশুটির বাবার মৃত্যু হয়েছে। এমন কষ্টের মধ্যেও ওই শিশু কাঁদতে কাঁদতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, উপজেলার হাটাব মধ্যেপাড়া এলাকার হারে জমিয়ার ছেলে জামান মিয়ার (৪১) শ্বাসনালীতে ছিদ্র ধরা পড়লে গত কয়েক দিন যাবত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামান। তার দুই ছেলে ও এক মেয়ে।

পরীক্ষা দিয়ে জ্যোতি আক্তার বলে, তার বাবার ইচ্ছা ছিল সে লেখাপড়া করে অনেক বড় হবে। তাই বাবার মৃত্যুতেও পরীক্ষায় অংশ নিয়েছে।

ইউএনও মমতাজ বেগম আরও বলেন, “আমরা তার পরীক্ষার সময় যতটা সম্ভব সহযোগিতা করেছি। হল সুপার পুরো সময় শিশুর পাশে দাঁড়িয়ে থেকে তাকে শান্তনা দিয়েছেন।”