বরিশালে একজনকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একজনকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 02:44 PM
Updated : 18 Nov 2019, 02:44 PM

বরিশালের জেলা ও দায়েরা জজ মো. রফিকুল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলেতাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের ইকবাল মাহামুদ ও তার ভগ্নিপতি মাসুদুল ইসলাম মাসুদ।

রায় ঘোষণার সময় মাসুদ উপস্থিত থাকলেও মাহমুদ পলাতক রয়েছেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।

২০১৫ সালের ১২ জুন লস্করপুর গ্রামের দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় আদালত এ রায় দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জাহাঙ্গীর মামলার নথির বরাতে জানান, আসামিদের সঙ্গে ইদ্রিস মাঝির জমির বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ১২ জুন ভোরে আসামিরা ইদ্রিস মাঝির ঘরে ঢুকে তাকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ইদ্রিসের বোন ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের এসআই খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের সময় এক আসামিকে অব্যাহতি দেয় আদালত।

আইনজীবী জাহাঙ্গীর বলেন, বিচারক ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।