রাঙামাটিতে ‘গোলাগুলিতে’ নিহত ৩

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘গোলাগুলিতে’ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্তত তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

ফজলে এলাহী রাঙামাটিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 02:40 PM
Updated : 18 Nov 2019, 02:43 PM

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।

তবে নিহত কারও নাম তারা জানাতে পারেননি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বক্তব্যও জানা যায়নি।   

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, “আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও পৌঁছাতে সময় লাগবে বলে জানান পুলিশ সুপার।

এ ব্যাপারে কথা বলতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের ফোন করা হলেও তারা কেউ ধরেননি।