নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ২০ বছর আগের এক ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 11:18 AM
Updated : 18 Nov 2019, 11:18 AM

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা সোমবার ১৯৯৯ সালের এক মামলায় এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাদের  পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস কারাদণ্ডের আদেশও দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিদের একজন হলেন সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে শাহজাহান ওরফে সাজু। অন্য দুইজন হলেন কবির হোসেন ও কাউসার মিয়া পলাতক রয়েছে।

রায় ঘোষণার সময় শাহজাহান আদালতে থাকলেও কবির ও কাউসার পলাতক রয়েছেন।

এছাড়া এ মামলার অপর আসামি রাজ্জাক মিয়া ও মো. লসকর আলী নামের দুইজনের মৃত্যু হয়েছে।

জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ মামলার নথির বরাতে জানান, ১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রতিবন্ধক দিয়ে চালভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ সদর থানার টহল পুলিশ চালভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে। ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় ডাকাতি মামলা করেন।