হবিগঞ্জে জব্দ পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি

হবিগঞ্জে একটি বাজারে দুটি গুদাম থেকে জব্দ করা পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 05:25 PM
Updated : 17 Nov 2019, 05:57 PM

রোববার সন্ধ্যায় উপজেলার আসামপাড়া বাজারে এই পেঁয়াজ বিক্রির সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা এবং চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া চুনারুঘাট উপজেলার সবখানে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা করে বিক্রির নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমাকে ক্রয় রশিদ দেখাতে না পারায় আসামপাড়া বাজারের স্বপন মিয়া ও সোহেল মিয়ার গুদামের বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করেন। এ সময় স্বপন মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত ফাতেমা জানান, জব্দ করা ওই পেঁয়াজ রোববার সন্ধ্যায় ৫ কেজির প্যাকেটে ২৭৫ টাকা করে বিক্রি করা হয়।

নুসরাত ফাতেমা জানান, জব্দকৃত ৮৮২ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। একজন ক্রেতা ৫ কেজি করে ক্রয় করতে পেরেছেন। প্রতি কেজির মূল্য রাখা হয় ৫৫ টাকা। তবে ক্রেতার চাহিদার তুলনায় পেঁয়াজ কম ছিল।

বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে তিনি জানান।

ইউএনও আরও বলেন, সমগ্র উপজেলায় ৫৫ টাকা করে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি মূল্য রাখার প্রমাণ পেলেই জরিমানা করা হবে।