কিশোরগঞ্জ ও দিনাজপুরে দুর্ঘটনায় ২ সমাপনী পরীক্ষার্থী নিহত

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরুর দিন দুর্ঘটনায় দুই জেলায় দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিকিশোরগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 12:21 PM
Updated : 17 Nov 2019, 01:52 PM

রোববার দুপুরে কিশোরগঞ্জ ও দিনাজপুর জেলায় এ দুই দুর্ঘটনা ঘটে। তারা দুজনই পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার মারিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী

লাজুক আক্তার (১১) নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় আরেক পরীক্ষার্থী ও অটোরিকশা চালক আহত হয়েছেন। 

লাজুক আক্তার মারিয়া এলাকার ইমরান মিয়ার মেয়ে। সে মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, দুপুরে লাজুক আক্তার পিইসি পরীক্ষা দিয়ে সহপাঠী আট পরীক্ষার্থীসহ একটি অটোরিকশায় বাড়ি ফিরছিল।

“পথে ছয় শিক্ষার্থী নেমে যাওয়ার কিছুক্ষণ পর একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই লাজুক আক্তারের মৃত্যু হয়।”

ওসি জানান, দুর্ঘটনায় আহত অপর পরীক্ষার্থী মারয়িা এলাকার বাদল মিয়ার ছেলে রাহাতুল (১১) এবং অটোরিকশার চালক। তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়কটি অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ করেছে। এ সময় উত্তেজিত জনতা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালককে পিটুনি দেয়। আহত ট্রাক চালককেও হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-রংপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী আসমা খাতুনের (১১) মৃত্যু হয়েছে।

নিহত আসমা দিনাজপুরের কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের মন্টু মিয়ার মেয়ে। সে ইটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

কাহারোল থানার ওসি মনোজ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসমা কাহারোলের পুর্ব মল্লিকপুর এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিল।

“দুপুর ২টার দিকে এগারো মাইলে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার জন্য দায়ী ওই কারটিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে ওসি জানান।