খুলনায় ‘প্রতিবন্ধী’ যুবককে মারধর: এসআই প্রত্যাহার

খুলনায় ‘বুদ্ধি প্রতিবন্ধী’ এক যুবককে মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 09:38 AM
Updated : 17 Nov 2019, 09:38 AM
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- নগরীর আড়ংঘাটা থানার রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মণ্ডল ও নায়েক খালেক।

এলাকাবাসীর অভিযোগ, শনিবার বিকাল ৩টার দিকে নগরীরর ঠাকুরণ তলা ‘রাস উৎসবে’ মিউজিক বক্সের সামনে আনন্দ-উল্লাস করার সময় ওই এলাকার অধীর মণ্ডলের ছেলে রাজু মণ্ডলকে (২২) এসআই পুষ্পল ‘বেধড়ক মারধর’ করেন। পরে রাজুকে আহত অবস্থায় ক্যাম্পে নিয়ে যায়।

এ সময় এলাকাবাসী প্রতিবাদ করলেও এসআই তা শোনেন নি বলে জানান তারা। 

রাজু বুদ্ধি প্রতিবন্ধী বলে তার বাবা অধীর মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ওসি কাজি রেজাউল করিম বলেন, “এলাকাবাসীর সঙ্গে রংপুর ক্যাম্প সদস্যদের একটু ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় এসআই পুষ্পল মল্ডল ও নায়েক খালেককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।