বরগুনায় ১৪ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় থেকে এক ডজনের বেশি মাদক মামলার এক আসামিকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 07:25 AM
Updated : 17 Nov 2019, 07:25 AM

রোববার ভোর ৫টার দিকে উপজেলার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো.কাওছার (৪৫) ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আজাহার উদ্দিনের ছেলে।তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। 

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, কাওসার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

“ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি এবং ২০০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।” 

তিনি কৌশলে আইন শৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বরগুনা জেলার আমতলীসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আমতলী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা দায়ের প্রক্রিয়া চলছে।