মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষির্কী পালিত

টাঙ্গাইলে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 07:22 AM
Updated : 17 Nov 2019, 07:22 AM

রোববার সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধিস্থল পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ।

সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো আলাউদ্দিন ভাসানী প্রথম পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, দেশ-বিদেশের অসংখ্য ভক্ত নিবেদন করেন।

১৯১৯ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দিয়ে ভাসানীর রাজনৈতিক জীবনের শুরু। তবে আসামে বাঙালি কৃষকের পক্ষে আন্দোলনের মধ্য দিয়ে তার নামে যোগ হয় ‘ভাসানী’। তিনি সিরাজগঞ্জের ধনপাড়া গ্রামে ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। নানা আন্দোলন সংগ্রামের এই নেতা ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান।

প্রয়াত এই নেতাকে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাওলানা ভাসানী কৃষক ও শ্রমিকের নেতা ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, স্মরণ সভা, বাউল গান পরিবেশন, গণভোজ, মেলা ও ওরশসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।