গাজীপুরে ‘চাচার শাবলের আঘাতে’ ভাতিজা নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমির বিরোধের জেরে ‘চাচার শাবলের আঘাতে’ ভাতিজা নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 03:16 PM
Updated : 16 Nov 2019, 03:16 PM

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জনান, শনিবার সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে মনসুর উদ্দিন (৫০) নামে এই ব্যক্তি খুন হন।

মনসুর ওই গ্রামের আব্দুল সাদিরের ছেলে। মনসুরের সঙ্গে তার চাচা আব্দুল গফুরের জমির বিরোধ রয়েছে।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন আলআমিন বলেন, শনিবার সকালে মনসুর বাড়ির পাশের জমিতে টিউবওয়েল বসাতে গেলে চাচা আব্দুল গফুরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

“গফুর শাবল দিয়ে মনসুরের মাথায় আঘাত করেন। এতে মনসুর গুরুতর জখম হন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ব্যাপারে নিহত মনসুরের পরিবার থেকে কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, “ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।