আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ দেখিয়েছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 01:40 PM
Updated : 16 Nov 2019, 01:40 PM

শনিবার সকালে আশুলিয়ার বেলমায় ট্রেন্ডি আউটওয়্যার নামের একটি কারখানার ভেতরে তারা এই কর্মসূচি পালন করেন।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি আল কামরান বলেন, “কারখানাটি অক্টোবর মাসের বেতন দেয়নি। পরে ১৪ নভেম্বর বেতন-ভাতা পরিশোধের কথা দেয় কর্তৃপক্ষ। কিন্তু তা দেওয়া হয়নি। কর্তৃপক্ষ আবার সময় চায়।”

এর প্রতিবাদে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বলে তিনি জানান।

এ বিষয়ে কারখানার চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন বলেন, “১৪ নভেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও জটিলতার কারণে ব্যাংক থেকে টাকা তোলা সম্ভব হয়নি। শনিবার সময় চাওয়া হয়েছে সোমবার সব শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে।”