আকিজ বিড়ি কারখানায় শ্রমিক ‘অসন্তোষ’

কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপককে শ্রমিকরা ‘লাঞ্ছিত ও অফিস ভাংচুর’ করেছে বলে খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 12:00 PM
Updated : 16 Nov 2019, 12:00 PM

শনিবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপকের কক্ষে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

ঘটনা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, আকিজ বিড়ি কারখানায় শ্রমিক অসন্তোষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে উল্লেখ করে দুপুরে তিনি বলেন, “এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী জাবেদ আলী জানান, নানা অব্যবস্থাপনা ও সমস্যার কারণে দীর্ঘদিন আকিজ বিড়ি কারাখানা বন্ধ ছিল। শনিবার কারাখানা খোলার পর কারখানা ব্যবস্থাপক রাসেল আহমেদ রোববার থেকে আবারও কারখানা বন্ধের ঘোষণা দেন।

“এতে কারখানার কয়েকশ’ বিক্ষুব্ধ শ্রমিক ম্যানেজারের অফিস কক্ষে গিয়ে কারখানা বন্ধের কারণ জানতে চায়। এ সময় ম্যানেজার রাসেল আহমেদ উত্তেজিত হয়ে শ্রমিকদের সাথে অসাদাচারণ করেন।”

এরই জের ধরে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ম্যানেজার রাসেল আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অফিস কক্ষেও ভাংচুর চালায় বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলতে কারখানা ম্যানেজার রাসেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।