কুয়েট খুলছে রোববার

দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের কারণে টানা ১৫ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খুলছে রোববার।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2019, 10:20 AM
Updated : 15 Nov 2019, 10:20 AM

বৃহস্পতিবার কুয়েটের ৬৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার জি এম শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার থেকে পোস্টগ্র্যাজুয়েটের শিক্ষা কার্যক্রম ও ২৪ নভেম্বর থেকে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এজন্য ২২ নভেম্বর সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

হলে প্রবেশের সময় সব কক্ষ তল্লাশি করবে কর্তৃপক্ষ। এজন্য হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

একইসঙ্গে সবধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও রশিদ হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

পরে বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।