গোবিন্দগঞ্জের ভূমি কর্মকর্তা হত্যার তদন্তে পিবিআই

পাঁচ বছর পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যা মামলার তদন্তে এল পিবিআই।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 04:40 PM
Updated : 14 Nov 2019, 04:40 PM

বৃহস্পতিবার গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পার্থ ভদ্র মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী খন্দকার মোসফেকুল হুদা।

মামলার বরাত দিয়ে মোসফেকুল হুদা সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ১১ জানুয়ারি তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) [এসিল্যান্ড] অবিদীয় মার্ডি তার বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল গোবিন্দগঞ্জে ফিরছিলেন।

“পথে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের কাঁটা (রামপুরা) এলাকায় কয়েকজন লোক ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। পরে সেখান থেকে তাকে পার্শ্ববর্তী একটি আখ ক্ষেতে নিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করে।”

এই দুর্বৃত্তরাই তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে প্রচার করে, বলেন মোসফেকুল।

অবিদীয় মার্ডিকে পরিকল্পিতভাবে হত্যার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে বলে দাবি করছেন তিনি।

এ হত্যাকাণ্ডের পাঁচ বছর পর চলতি বছরের ৮ এপ্রিল নিহত এসিল্যান্ডের ভাই ফাদার স্যামসন মার্ডি বাদী হয়ে গোবিন্দগঞ্জ আমলি আদালতে একটি মামলা করেন।

মামলায় গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করেন। 

আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্ করা হয়েছে।