নূর হোসেনকে নিয়ে মন্তব্য: রাঙ্গাঁর বিরুদ্ধে মামলা

শহীদ নূর হোসেনকে মাদকাসক্ত বলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরার আদালতে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 03:49 PM
Updated : 14 Nov 2019, 03:49 PM

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম বাদী হয়ে আমলি আদালত-১ এ মামলাটি দাখিল করেন।

শাহ আলম বলেন, বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।

শাহ আলম বলেন, যেহেতু মশিউর রহমান রাঙ্গাঁ একজন সংসদ সদস্য, তাই আইনকানুন ভালো করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ দেওয়া হবে বলে বিচারক বলেছেন।

গত রোববার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মসিউর রহমান বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রমূলকভাবে মাদকাসক্ত নূর হোসেনকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে।”

১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলন চলাকালে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে মিছিলে নামেন নূর হোসেন। ওই মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নূর হোসেন নিহত হন।

নূর হোসেনকে নিয়ে রাঙ্গাঁর এমন মন্তব্যে সারাদেশে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা হয়।

এ ঘটনায় বুধবার তিনি সংসদে ক্ষমা চেয়েছেন।