ট্রলারে মালয়েশিয়া পাচারকালে ১২২ রোহিঙ্গা আটক

সাগরপথে মালয়েশিয়া পাচারচেষ্টার সময় ট্রলার বিকল হয়ে আটকে পড়া ১২২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কক্সবাজারের কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 03:43 PM
Updated : 14 Nov 2019, 03:43 PM

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার মো. জোসেল রানা জানান, বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৫৯ নারী, ৪৪ পুরুষ, ১৫ শিশু ও চারজন মাঝি।

কোস্টগার্ড কর্মকর্তা জোসেল রানা বলেন, স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়।

“যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি বিকল হয়ে সাগরে ভাসছিল। এছাড়া এর তলা ফুটো হয়ে পানি ঢুকছিল। এ অবস্থায় ট্রলারটি দ্রুত সেন্টমার্টিন উপকূলে নেওয়া হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন ৫৯ নারী, ৪৪ পুরুষ, ১৫ শিশু ও চারজন মাঝি।”

পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা জোসেল রানা।