গোপালগঞ্জে জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ১

গোপালগঞ্জে নির্মাণ সামগ্রীসহ জমি দখলের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 11:01 AM
Updated : 14 Nov 2019, 11:37 AM

গ্রেপ্তার বাচ্চু শেখ ডহরপাড়া গ্রামের সেকেনদার আলীর ছেলে। তার বিরুদ্ধে ওই গ্রামের বিমল দাস ও আলাউদ্দিন হাওলাদার এই অভিযোগ করেছেন।

বিমল দাস বলেন, তার বাবা প্রায় ৪৫ বছর ধরে ৬৯ নম্বর মোক্ষকোটালী মৌজার ২৭৯, ২৮০ ও ৩২৫ দাগের ৭৩ শতাংশ জমি ভোগ-দখল করেছেন।

বাবার মৃত্যুর পর তিনি ও তার ভাই কালাচাঁদ ভোগদখল করে আসছিলেন। পরে সেখান থেকে ৩২ শতাংশ জায়গা তিনি আলাউদ্দিন হাওলাদারসহ চারজনের কাছে বিক্রি করেন। বাকি জায়গাটি তাদের দখলে রয়েছে।

বিমল অভিযোগ করেন, “সপ্তাহ খানেক আগে হঠাৎ করেই রাতের আঁধারে পুরো ৭৩ শতাংশ জায়গাই বাচ্চু শেখসহ কয়েকজন দখল করে নেন। তাছাড়া তারা আমাদের জীবননাশের হুমকি দিচ্ছেন।”

কয়েক দিন আগে ওই জায়গায় বাড়ি বানানোর জন্য ইট-বালু ও সিমেন্ট রেখেছিলেন বলে জানিয়েছেন আলাউদ্দিন।

আলাউদ্দিনের অভিযোগ, “রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাচ্চু প্রায় আড়াই লাখ টাকার মালপত্র নিয়ে গেছেন। তাছা পুরো জায়গাটি ঘর তুলে দখল করে নিয়েছেন।”

এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি কোটালীপাড়া থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।

তবে বাচ্চু শেখ জমির মালিকানা দাবি করেছেন।

তিনি বলেন, “জায়গাটি আমাদের। আমাদের কাছে এর বৈধ কাগজপত্র আছে।”

তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন সরদার নান্না বলেন, “আমি জন্মের পর থেকেই দেখছি এই জায়গাটি বিমল দাসের পরিবার ভোগদখল করে আসছে। এখন বাচ্চু গংরা তাদের জায়গা বলে দাবি করছে। বাচ্চুরা কিভাবে নিজেদের জায়গা বলে দাবি করছে সেটি আমার বোধগম্য নয়।”

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, “বাচ্চু শেখ ওই জায়গা তার বলে দাবি করলেও, তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া তার বিরুদ্ধে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”

পুলিশ বিমল দাসের পরিবারকে জীবন-জমি রক্ষায় নিরাপত্তা দেবে বলে তিনি জানান।