বাল্যবিয়ের চেষ্টা, ঠাকুরগাঁওয়ে কাজী ও বরকে দণ্ড

বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় ঠাকুরগাঁওয়ে বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 04:47 AM
Updated : 14 Nov 2019, 05:38 AM

সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আর তাদের সাজার আদেশ দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডিতরা হলেন- বিয়ের কাজী সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল আজিজ (৩৮) এবং বর একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আলামিন (২১)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউএনও বলেন, সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্টপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আলামিনের বিয়ের সময় ঠিক হয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

“বর পক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় এলাকাবাসীর কাছে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গেলে কনে ও তার বাবা-মা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাজী ও বরকে আটক করা হয়।”

এ সময় বরকে ছয় মাস ও কাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।   

দণ্ডিতদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয় বলে সদর থানার ওসি (তদন্ত) তানভিরুল ইসলাম জানান।