মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা হবে: সেনাপ্রধান

আগামী মাসে মিয়ানমার যাওয়ার কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, তার সফরে রোহিঙ্গা সমস্যার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 04:31 PM
Updated : 13 Nov 2019, 04:31 PM

বুধবার যশোর সেনানিবাসে সেনাবাহিনীর পাঁচটি ইউনিটকে রেজিমেন্টাল কালার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠান শেষে জেনারেল আজিজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী মাসে মিয়ানমার সফরে যাবেন বলে জানান।

রোহিঙ্গারা আমাদের জন্য একটি বড় সমস্যা। এজন্য সফরকালে রোহিঙ্গা প্রত্যাবসন নিয়েও সেদেশের সেনাবাহিনীর সাথে কথা হবে।”

সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির স্বার্থে এবং সরকারের সহায়ক হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, “সরকারের যে পলিসি থাকে তা এগিয়ে নিয়ে যাওয়াও আমাদের কাজ। তাই দুদেশের সামরিক বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হবে।”

রেজিমেন্টাল কালার বিতরণ অনুষ্ঠানে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে পাঁচটি ইউনিটের হাতে পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১ সিগন্যাল ব্যাটালিয়ন কালার প্যারেডে অংশ নেয়।

তারা প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন। 

অনুষ্ঠানে একাধিক প্রাক্তন সেনাবাহিনী প্রধানসহ কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস এ কর্মরত, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।