পিরোজপুরে কিশোর হত্যার দায়ে ২ জনের ফাঁসির রায়

পিরোজপুরের কাউখালীতে এক কিশোরকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 11:51 AM
Updated : 13 Nov 2019, 11:51 AM

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক বুধবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) ও গোসনতারা গ্রামের আইউব আলী সরকারের ছেলে সাহেদ সরদার (৩০)।

তাদের মধ্যে লিটন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় থাকলেও সাহেদ পলাতক রয়েছেন।

২০১২ সালের ৮ জুলাই ওই গ্রামের শহিদ আকনের ছেলে উজ্জ্বল আকন (১৫) হত্যা মামলায় আদালত এই রায় দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৮ জুলাই তাস খেলার কথা বলে উজ্জ্বলকে বাড়ি থেকে ডেকে নেন লিটন ও শাহেদ। পরে তারা উজ্জলের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ লুকিয়ে রাখেন। ঘটনার চার দিন পর পুলিশ লাশ উদ্ধার করে।

ওই দিনই উজ্জ্বলের বাবা শহিদ আকন কাউখালী থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী আলাউদ্দিন বলেন, আদালত ১৬ জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামিকেই দোষী সাব্যস্ত করে এই দায় দিয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।