মাদারীপুরে ‘নানার হাতে’ নাতনির মৃত্যু

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে নানার হাতে নয় মাসের নাতনির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 10:42 AM
Updated : 13 Nov 2019, 10:42 AM

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি মোহম্মদ শাজাহান জানান।

নিহত মরিয়ম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সাতবাড়িয়া গ্রামের করম ফরাজীর মেয়ে জাপানী বেগম তার দিনমজুর স্বামীকে নিয়ে বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকেন।এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।

“এর জেরে সকালে করম তার মেয়েকে কাঁচি দিয়ে কোপ দিতে যায়।এ সময় জাপানীর কোলে থাকা তার মাসের মেয়ের মাথায় কোপ লাগে।”

পরে গুরুতর আহত অবস্থায় মরিয়মকে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয় বলে জানান ওসি।

মরিয়মের বাবা জাহাঙ্গীর বলেন, “আমার স্ত্রী জাপানী বেগম ও শ্বাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিল। এ সময় আমার শ্বশুর মাঠ থেকে ফিরলে তার সঙ্গেও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমার স্ত্রীকে কাঁচি দিয়ে কোপ দিতে গেলে তা আমার মেয়ের মাথায় লাগে।”

রাজৈর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুভাষ সরকার বলেন, “শিশুটির মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে; নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।