টাঙ্গাইলে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

টাঙ্গাইলে এক কালী মন্দিরের তালা ভেঙে পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 09:04 AM
Updated : 13 Nov 2019, 04:36 PM

বুধবার ভোররাতে কালিহাতী উপজেলার সিলিমপুর উত্তর সেনবাড়ি সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, “এই মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা ভেঙে দুইটি মাথা নিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা মন্দিরে থাকা ছয়টি প্রতিমার মধ্যে তিনটির মাথা কেটে ফেলে রেখে যায় এবং দুইটি মাথা নিয়ে গেছে বলে জানান ওই মন্দির কমিটির সভাপতি প্রতিশ চন্দ্র সেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সেন জানান, “ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে দেখি কে বা কারা মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা কেটে ফেলে রাখে এবং মাথা নিয়েও গেছে।

“ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা বলেন, ‘একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের অন্ধকারে মূর্তিগুলোর ক্ষতি করেছে।

“পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ পরবর্তীতে এ রকম ঘটনা যেন আর না ঘটে।

এদিকে দুপুরে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপাসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এবং সকালে কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বারসহ পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।