চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ১

চুয়াডাঙ্গায় মাদক হিসেবে ব্যবহৃত ২৭৪টি ইনজেকশনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 08:14 AM
Updated : 13 Nov 2019, 08:14 AM

বুধবার সকাল ৯টায় পৌর এলাকার হাজরাহাটি গ্রাম থেকে ইনজেকশনসহ ওই যুবককে আটক করে বলে জানান এ অধিদপ্তরের এক কর্মকর্তা।

আটক এনামুল হক (৩৬) হাজরাহাটি গ্রামের ওলিমুল্লাহর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে এনামুল হকের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

“তার কাছ থেকে জব্দ করা হয় আমদানি নিষিদ্ধ ২৭৪টি ভারতীয় বু-পেইনর ফাইন ইনজেকশন।

“আটককৃত এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।”

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্র্তৃপক্ষ পৃথক এক অভিযান চালিয়ে সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মাঝেরপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ইনজেকশন জব্দ করে।

এ অভিযানের সময় দৌলাতদিয়াড় গ্রামের আবু মোতালেবের ছেলে তোতা মিয়া (৫৫) মাদক হিসেবে ব্যবহৃত ইনজেকশন ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মামলা দায়ের প্রক্রিয়াধীন  বলে জানান তিনি।