ফরিদপুরে ভ্যান-পিকআপ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

ফরিদপুরের মধুখালী উপজেলায় সবজি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় আহত আরও দুইজন মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 08:08 AM
Updated : 13 Nov 2019, 08:12 AM

বুধবার ভোরে এবং আগের রাতে তাদের মৃত্যু হয় বলে মধুখালী থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান।  

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের পাঁচ কোরকদী পাল পাড়ার অযোদ্দা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার ছেলে তাপস পালের ছেলে কৌশিক পাল (১২) ও মেয়ে ঝিনুক পাল (৫) এবং আরেক ছেলে সঞ্জয় পালের ছেলে জয় পাল (৮)।

দিপালীর দুই ছেলের মধ্যে তাপস বগুরা ও সঞ্জয় ঢাকার সেনাবাহিনীতে সৈনিকপদে কর্মরত রয়েছেন বলে পুলিশ জানায়।   

একটি কীর্তনের আসর থেকে কয়েকজন নারী ও শিশু ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মাগুরাগামী একটি পিকআপের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। 

ওসি বলেন, দুর্ঘটনার পর দিপালী ও তার নাতি জয় ঘটনাস্থলেই নিহত হন।আর বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

“সেখান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ঝিনুক এবং ঢাকায় নেওয়ার পথে কৌশিক মারা যায়।”

সঞ্জয় বলেন, তার মা পাশের দাসপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠান শুনে নাতি-নাতনিদের নিয়ে বাড়ি ফিরছিলেন; পথে এই দুর্ঘটনা ঘটে।